রবিবার থেকে রাজ্যে চালু হচ্ছে মদের নতুন দাম

Oct 31, 2020, 20:37 PM IST
1/5

রবিবার থেকে মদের দামে বড়সড় রদবদল হচ্ছে রাজ্যে। এক্ষেত্রে ২২টি ধাপে হবে নতুন দাম নির্ধারন করা হচ্ছে। এমনটাই সূত্রের খবর।  

2/5

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই মদের ওপরে ৩০ শতাংশ করা চাপিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তার ফলে রাজ্যে মদ ও বিয়ারের বিক্রি লকডাউনের আগের তুলনায় ৪০ শতাংশ কমে গিয়েছিল। এমনটাই দাবি কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিস-এর ডিরেক্টর বিনোদ গিরির।

3/5

গিরি সংবাদমাধ্যমে জানান, বিষয়টি নিয়ে কনফেডারেশনের প্রতিনিধিরা রাজ্য অর্থ সচিব ও শুল্ক সচিবের সঙ্গে সাক্ষাত করে মদের দাম পুনর্ববিবেচনা করার অনুরোধ জানান।

4/5

উত্সবের কথা মাথায় রেখে মদের দামের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানায় সরকার। জানিয়েছে গিরি।

5/5

সংবাদমাধ্যম সূত্রে খবর, কলকাতার এক নামী মদ বিক্রেতা সংস্থার দাবি, সরকার ৩০ শতাংশ সেল ট্যাক্স চাপিয়ে ২২টি ধাপে নতুন দাম স্থির করেছে। এর ফলে বেশকিছু দামী মদের দাম আরও বাড়তে চলেছে। ফলে মানুষজন কান্ট্রি লিকারের দিকে ঝুঁকতে পারে।