জ্বর বা অন্য উপসর্গ না থাকলে টেস্ট ছাড়াই হাসপাতাল থেকে ছুটি মিলবে 'করোনা রোগীর'!

Aug 01, 2020, 21:30 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : করোনার সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে ওঠার পরও বহু মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। এবার তাই নয়া নির্দেশিকা প্রকাশ করল স্বাস্থ্যভবন। 

2/5

নির্দেশিকায় বলা হয়েছে, করোনা ধরা পড়ার ৭ দিন অতিক্রম হওয়ার পরে যদি আরও ৩ দিন জ্বর বা অন্য কোনও উপসর্গ না থাকে, তবে কোনও টেস্ট ছাড়াই হাসপাতাল বা সেফ হোম থেকে তাঁকে ছুটি দিয়ে দেবেন চিকিৎসকরা।     

3/5

সার্টিফিকেট সহ-ই ছুটি দেওয়া হবে। এরপর ৭ দিন হোম আইসোলেশনে থাকার পর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন ওই ব্যক্তি।     

4/5

এই মর্মে আজ সব জায়গায় স্বাস্থ্যভবন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।   

5/5

প্রসঙ্গত, করোনার সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার পরেও বহু মানুষকে হেনস্থা বা সামাজিকভাবে একঘরের সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। সেকারণেই এই নয়া নির্দেশিকা।