Tropical Cyclone: আরজি কর ঝড়ের মধ্যেই আর এক নতুন ঝড়! দুর্দান্ত এক হারিকেন ছুটে আসছে সুদূর সমুদ্র থেকে...
Hurricane Gilma: অসম্ভব শক্তিশালী হিসেবে আশঙ্কা করা হচ্ছে ঝড়টিকে। প্রকৃতির দিক থেকে সে হারিকেন-বর্গ ভুক্ত। কবে আসছে?
|
Aug 22, 2024, 09:23 AM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসম্ভব শক্তিশালী হিসেবে আশঙ্কা করা হচ্ছে। একটি ঝড়। প্রকৃতির দিক থেকে সে হারিকেন-বর্গ ভুক্ত। হাওয়াই দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষই প্রথম এই ঝড়টির বিষয়ে বাকি বিশ্বকে অবহিত করেছে। এখনও পর্যন্ত নাম তার 'গিলমা'। তবে, অন্য নামেও সে পরিচিত হতে পারে! যে-নামেই পরিচিত হোক, এটি এলে ঘটবে ভয়ংকর তাণ্ডব।
1/6
ক্য়াটেগরি-২

2/6
২০৬০ মাইল

photos
TRENDING NOW
3/6
ঝড়ের কেন্দ্র থেকে

4/6
১২৫ মাইল

5/6
মহাসাগরেই

6/6
ক্যাটেগরি-৪ হারিকেন

তবে, 'হেক্টর', 'হোন' বা 'গিলমা'-- নাম যা-ই হোক (বাস্তবিকই, নামে কিবা আসে যায়!)-- পূর্বাভাস বলছে, আসন্ন ভয়ংকর এই ঝড় পরবর্তী ২৪ ঘণ্টায় বিপুল শক্তি সঞ্চয় করতে চলেছে। এবং এইভাবে আগামী বৃহস্পতিবারের মধ্যেই এটি ক্যাটেগরি-২ থেকে ক্যাটেগরি-৪ হারিকেনে রূপান্তরিত হবে! তখন কী ঘটবে? মহাপ্রলয়? মহা ধ্বংস? সময়ই বলবে!
photos