নতুন রূপে ট্রেনের কামরা, মডিউলার টয়লেট থেকে শুরু করে থাকছে বিরাট কাঁচের জানলা ও ছাদ

Dec 30, 2020, 16:38 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন:  দেশের পর্যটন শিল্পের কথা মাথায় রেখে নতুন ডিজাইনের আধুনিক কোচ তৈরি করছে ভারতীয় রেল। পর্যটকদের নজর কাড়তেই ঢেলে সাজানো হচ্ছে রেলকে। নতুন আঙ্গিকে কোচ নিয়ে আসছেন ভারতীয় রেল। 

2/9

এ বছর ১০ টি কোচ তৈরি হচ্ছে, যার মধ্যে দুটি ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বাকি ৩১ শে মার্চের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে খবর। 

3/9

 এই কোচ গুলিতে আধুনিক সমস্ত সুযোগ-সুবিধার পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে নকশা তৈরি হয়েছে।

4/9

এয়ার-স্প্রিং সাসপেনশন থাকছে সমস্ত বগিতে।   কাঁচের বড় জানালা এবং কাচের ছাদ যা বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত হবে।  

5/9

যাত্রীরা যাত্রাপথের প্যানোরামিক দৃশ্য দেখতে পাবেন। থাকবে স্বচ্ছ ছাদ। এক প্রান্তে বৃহত্তর উইন্ডো সহ অবজারভেটরি লাউঞ্জ থাকবে।

6/9

Ergonomically ডিজাইনে আটকানো রিলাইনিং সিটগুলি ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে। যা যাত্রীদের যাত্রার পথকে মনোরম করবে। আরামদায়কও হবে। প্রতিটি যাত্রীর জন্য সিটের সঙ্গে থাকছে চার্জিং ব্যবস্থা।  

7/9

ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন এবং সঙ্গীত প্রেমীদের জন্য স্পিকারের ব্যবস্থাও থাকছে। ট্রেনে থাকবে ও ওয়াইফাই। হুইল চেয়ার নিয়ে ট্রেনে ওঠার ব্যবস্থাও থাকবে। স্লাইডিং দরজা থাকবে বগিতে। 

8/9

জিপিএস ভিত্তিক যাত্রীদের পাঠানো হবে মেসেজ।  স্টেইনলেস স্টিল মাল্টিয়ারে থাকবে লাগেজ। যাত্রীদের রিফ্রেশমেন্টের জন্য থাকছে মিনি প্যান্ট্রি। 

9/9

হট কেস, মাইক্রোওয়েভ ওভেন, কফি মেকার, বোতল কুলার, রেফ্রিজারেটর এবং বেসিন থাকবে।  উন্নত মানের মডুলার টয়লেট থাকবে বগিতে।