আগামী ২ দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Jul 24, 2019, 12:41 PM IST
1/5

আগামিকাল ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে।

2/5

শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব পশ্চিম মেদিনীপুর-সহ বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া ও ঝাড়গ্রামে।

3/5

আগামী ৩ সপ্তাহ পর দক্ষিণবঙ্গে বর্ষার স্বাভাবিক বৃষ্টি শুরু হবে। ১৫ অগস্ট পর্যন্ত জারি পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি কিছুটা কমবে এ দিনের পর। তবে ততক্ষণ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বা প্রবল বর্ষণের কোনও সম্ভাবনা নেই।

4/5

পরিসংখ্যান অনুযায়ী গতকাল পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতির পরিমাণ চরমে পৌঁছে গিয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, বিক্ষিপ্ত কয়েকটি এলাকা বাদ দিলে সমগ্র পূর্ব উপকূল জুড়েই বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে।

5/5

মুর্শিদাবাদ, বীরভূমের বৃষ্টির ঘাটতি ৫৪ শতাংশ, বর্ধমানে ঘাটতি ৪৪ শতাংশ, নদিয়া ও হুগলিতে ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৬৪ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৬০ শতাংশ, হাওড়ায় ঘাটতি ৮২ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৪৩ শতাংশ, বাকুড়া ৬৪ শতাংশ এবং পুরুলিয়ায় বৃষ্টিপাতের ঘাটতি ৪৯ শতাংশ।