ফের দেশের এক রাজ্যে নাইট কার্ফু জারি! চলবে জানুয়ারি পর্যন্ত

Dec 11, 2020, 19:24 PM IST
1/5

পাঞ্জাবের ১২টি জেলায় দ্বিতীয় দফায় সার্ভে করিয়েছে রাজ্য প্রশাসন। সেই সার্ভে-র রিপোর্ট বলছে, জনসংখ্যায় ২৪.১৯ শতাংশ করোনায় আক্রান্ত। এই রিপোর্ট হাতে পেয়েই নড়েচড়ে বসেছে প্রশাসন। 

2/5

৯৫.৯ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হলেও তাদের শরীরে উপসর্গ নেই। এমনটাও উল্লেখ করা হয়েছে সেই রিপোর্টে। আর তাই প্রশাসন এবার বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে।

3/5

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং রাজ্যে ফের নাইট কার্ফু লাগু করার নির্দেশ দিয়েছেন। ১লা জানুয়ারি পর্যন্ত চলবে কার্ফু।  

4/5

রাজ্য পুলিসকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কার্ফু চলাকালীন কেউ আইন অমান্য করলে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়!

5/5

পাঞ্জাবে ১লা জানুয়ারি পর্যন্ত যে কোনও রকম জমায়েত করার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিশেষ করে বিয়ে বাড়িতে ভিড় জমিয়ে অনুষ্ঠান পালন করা যাবে না।