নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার ঘরে আজ শুধুই স্মৃতি

Dec 25, 2018, 23:59 PM IST
1/5

কমলিকা সেনগুপ্ত: চলে গেলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী।তবে রয়ে গেল স্মৃতি। কবির প্রয়াণের শূন্য তাঁর সৃষ্টির 'কারখানা'।  

2/5

অগুন্তি কালজয়ী কবিতার জন্ম হয়েছে এই ঘরে। তাকে সাজানো বহু ঘর। কবির মৃত্যুর পর শূন্যতা গ্রাস করেছে এই ঘরকে। 

3/5

এই সেই টেবিল। এখানেই লেখালিখি করতেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী।   

4/5

'উলঙ্গ রাজা'ও মলাটে লিপিবদ্ধ হয়েছে এই ঘরে। 

5/5

নতুন কবি এখানে আসতেন। দেখাতেন লেখা। নিজের মতামত দিতেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী।