পুজোয় রাজ্যের সুরাপ্রেমীদের জন্য সুখবর!

Oct 12, 2018, 18:28 PM IST
1/10

সুরাপ্রেমীদের 'অচ্ছে দিন'

liq_10

পুজোর দিনে অনেকেই সুরাপান করেন। কিন্তু দোকান কবে খোলা থাকবে, তা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। সুরাপ্রেমীদের জন্য সুখবর। কবে কবে খোলা থাকছে মদের দোকান?

2/10

মহাষষ্ঠী

liq_9

সকাল ১০টা থেকে দোকান খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। 

3/10

মহাসপ্তমী

liq_8

সকাল ১০টা থেকে দোকান খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত।   

4/10

মহাষ্টমী

liq_7

সকাল ১০টা থেকে দোকান খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। 

5/10

মহানবমী

liq_6

সকাল ১০টা থেকে দোকান খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। 

6/10

বিজয়া দশমী

liq_5

সকাল ১০টা থেকে দোকান খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। 

7/10

সুরাপ্রেমীদের 'অচ্ছে দিন'

liq_4

আগে রাজ্যে ১২ দিন বন্ধ থাকত মদের দোকান। তার মধ্যে পুজোর কয়েকটা দিনও থাকত। কিন্তু ২০১৬ সালে সেই নিয়মে বদল আনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বন্ধ দিনের সংখ্যা কমিয়ে করা হয় সাড়ে চার দিন।

8/10

সুরাপ্রেমীদের 'অচ্ছে দিন'

liq_3

ফলে বছরে মাত্র ৪দিন এখন মদের দোকান বন্ধ থাকে। ২ অক্টোবর, মহরম, স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে মদ বিক্রি হয় না। দোলে অর্ধ দিবস বন্ধ থাকে দোকান। 

9/10

সুরাপ্রেমীদের 'অচ্ছে দিন'

liq_2

এর জেরে সরকারের অতিরিক্ত ১০০ কোটি টাকা রাজস্ব আয় হতে পারে বলে দাবি করেছিল সরকার।

10/10

সুরাপ্রেমীদের 'অচ্ছে দিন'

liq_1

অতিসম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় খুচরো মদের দোকান খোলা হবে। রাজ্যের অন্তত ২০০০টি গ্রামে খোলা হবে খুচরো মদের দোকান। এক্ষেত্রে অগ্রাধিকার পাবে সেই গ্রামগুলি যেখানে মদের দোকান নেই।