Viral: নির্জনে একাকী! বিদ্যুৎ-জল-ইন্টারনেট না থাকলেও সাড়ে ৫ কোটি দাম এই বাড়ির

Sep 05, 2021, 23:19 PM IST
1/9

৫ লক্ষ ৫০ হাজার ইউরোর ঘর

5.50 lakh euro house

নিজস্ব প্রতিবেদন: ইন্টারনেট নেই। নেই পানীয় জল। এমনকি বিদ্যুৎ সংযোগও! আপনার স্বপ্নের বাড়ি নিশ্চিতভাবে এমনটা হবে না। অথচ এই বাড়ির দামই পড়ছে ৫ লক্ষ ৫০ হাজার ইউরো, ভারতীয় মুদ্রায় ৫.৫৬ কোটি টাকা।

2/9

শান্তির জায়গা

Peaceful Place

আধুনিক ব্যবস্থাদি না থাকলেও এই বাড়িতে থাকলে মন যে ভালো থাকবে, তার গ্যারান্টি একশো শতাংশ। জানালা খুললেই চোখে জুড়িয়ে দেবে দিগন্ত বিস্তৃত সমুদ্র। ঢেউ খেলছে উঠোনে। 

3/9

সমুদ্রতটের কাছে

Near Sea beach

বাড়িটির অবস্থান ব্রিটেনের ন্যাশনাল ট্রাস্টের মালিকাধীন ম্য়ানস্যান্ড সমুদ্রতটে। একেবারে সমুদ্রের ধারে এই প্রাসাদোপম আবাস।

4/9

১৩৪৫ স্কোয়ারফুট এলাকাজুড়ে

Big House

 ১৩৪৫ স্কোয়ার ফুট এলাকা জুড়ে নির্মিত হয়েছে এই বাড়ি।   

5/9

রান্নাঘর, স্নানঘর

Kitchen, Shower Room

বাড়িতে রয়েছে দুটি বড় শোয়ার ঘর, দালান, খাবার ঘর, রান্নার ঘর ও স্নানঘর।

6/9

বিদ্যুৎ নেই

No Electricity

তবে বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ নেই। নেই পানীয় জলের ব্যবস্থাও। 

7/9

বাড়িতেই বই পড়া

Home Library

বাড়িতে রয়েছে বইয়ের সম্ভারও। চাইলে সমুদ্রতটে বই পড়তেও পারেন।       

8/9

এলপিজি আলো

LPG Lamp

তবে মাল্টি-ফুয়েল বার্নার রয়েছে। রান্না ঘরে রয়েছে গ্যাসের কুকার ও এলপিজি-র আলো।   

9/9

কেন চড়া দাম?

Why high price?

চড়া দাম কেন? বিক্রেতা মিচেল স্টিভেনের ব্যাখ্যা, দু'পা হাঁটলেই সমুদ্রতট পাবেন। নির্বিঘ্নের স্রোতের শব্দ শুনতে পারবেন। একঘেয়ে জীবন শান্তি পাবেন।