একবার চার্জে চলবে ৩ দিন, ক্যামেরাতেও নয়া আকর্ষণ, ভারতের Nokia G20-র দাম কত জানেন?
৭ জুলাই থেকে শুরু হচ্ছে Nokia G20-র প্রি-বুকিং।
Jul 06, 2021, 07:02 AM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: Nokia প্রেমিদের জন্য সুখবর! পকেটসাধ্য দাম এবং ক্যামেরার আকর্ষণীয় ফিচার-সহ আরও একটি নয়া ফোন বাজারে আনতে চলেছে সংস্থাটি। তাদের দাবি, একবার পুরো চার্জ দিলে প্রায় তিনদিনের ব্যাটারি ব্যাকআপ দেবে এই নয়া ফোনটি। মডেলটির নাম Nokia G20।
2/6
৭ জুলাই বেলা ১২টা থেকে Amazon-এ শুরু হচ্ছে ফোনটির প্রি-বুকিং। 5,000mAh ব্যাটারির ক্ষমতাসম্পন্ন ফোনটির সঙ্গে দেওয়া হবে ১০ ওয়াটের একটি চার্জার।
photos
TRENDING NOW
3/6
কী কী ফিচার থাকছে Nokia G20 ফোনটিতে?
জানা গিয়েছে, Nokia G20 থাকছে Android 11 ভার্সান। দু'বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেটের সুবিধা।
4/6
এছাড়া ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। গ্রেসিয়ার ও নাইট দুটি রঙে পাওযা যাবে Nokia G20 এবং এতে থাকছে USB Type-C পোর্ট।
5/6
ফোনটিতে গ্রাহকরা পাবেন ২ মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের একটি আলট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
6/6
এখন প্রশ্ন হল ফোনটির দাম কত? এই বিষয়ে সংস্থার তরফে স্পষ্ট করে কিছু বলা না হলেও, অনুমান ভারতে Nokia G20-র দাম পড়বে ১২ হাজার ৯৯৯ অর্থাৎ প্রায় ১৩ হাজার টাকা। প্রতিযোগিতার বাজারে অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে এই ফোনটি কড়া টেক্কার দেবে বলেই সংস্থার আশা।