একের পর এক অপরাধের সাক্ষী, মৃতদেহ লোপাটের আখড়া আনন্দপুরে নোনাডাঙ্গা চত্বর

Jul 04, 2020, 16:37 PM IST
1/5

সুকান্ত মুখোপাধ্যায়: খুন করে দেহ লোপাটের আখড়া হয়ে উঠছে আনন্দপুরের নোনাডাঙ্গা চত্বর। ডিসান হাসপাতালের ঠিক পাশেই এই রাস্তা। আনন্দপুর থানার সীমান্ত থেকেই এলাকাগুলি বেঙ্গল পুলিসের আওতায়। 

2/5

সোনারপুর গড়িয়া-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। সঙ্গে খাল। এই খাল ভাগে ভাগে বিভিন্ন থানার জুরিসডিকশনের অন্তৰ্ভুক্ত।   

3/5

এর আগে ২০১৮-র অগাস্ট মাসে উল্টোডাঙার গৃহবধূ ও তাঁর প্রেমিক বলরামের দেহ ফেলা হয়েছিল নোনাডাঙার এই চৌবাগা ও ইন্টারসেপটিভ খাল লাগোয়া এলাকায়।  ঘটনার পর এক মাসের মাথায় অভিযুক্তরা দেখিয়ে দেওয়ার পরেই পাওয়া যায় দুটি দেহ।    

4/5

আর তারপর বড় ঘটনা বলতে টালিগঞ্জের কেস। তবে ছোটো খ্যাত অপরাধের ঘটনা এখানে ঘটেই থাকে। যেমন ছিনতাই, নেশার আড্ডাসহ ফাঁকা জায়গা হওয়াতে সন্ধের পর দুর্নীতি বহুগুনে বেড়ে যায়। এক ফাঁকা জায়গা দ্বিতীয় পুলিসের পেট্রোলিং এই চত্বরে খুব একটা হয় না।   

5/5

Cctv বলতে রুবির মোড় ও আনন্দপুর থানার আশপাশ ছাড়া প্রায় কোথাও নেই। বড় আবাসন আর জলাভূমি বেশি থাকায় তথ্য প্রমাণ লোপাটের সুবিধাও এই এলাকাতে বেশি।