North Bengal Heavy Rain: আজও জারি লাল সতর্কতা! নদী ঢুকে আসছে গ্রামে, ভাঙছে রাস্তা, বিধ্বস্ত কার্লভার্ট...
Heavy Rain in Jalpaiguri and Malbazar: সকাল থেকে মেঘলা আকাশ জলপাইগুড়ি জেলা জুড়ে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। ছাতা মাথায় রাস্তায় মানুষজন। রাতের প্রবল বৃষ্টিতে মাল ব্লকের লীস নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা-সহ আশেপাশের কৃষিজমি।
প্রদ্যুত দাস ও অরূপ বসাক: সকাল থেকে মেঘলা আকাশ জলপাইগুড়ি জেলা জুড়ে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। ছাতা মাথায় রাস্তায় মানুষজন। তিস্তা-সহ বিভিন্ন নদীর জল বাড়ছে। চিন্তা বাড়ছে নদী-সংলগ্ন এলাকার বাসিন্দাদের। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি সেচ দফতর ফ্লাড কন্ট্রোল রুমসূত্রে জানা যায়, তিস্তার মেখলিগঞ্জ ও এনএইচ৩১ জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা জারি। তিস্তার দোমহনীতে হলুদ সর্তকতা অসংরক্ষিত এলাকায়। জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে আজ সকাল ছটায় জল ছাড়ার পরিমাণ ৩২৩৮.৩৪ কিউমেক। এদিকে রাতের প্রবল বৃষ্টিতে মাল ব্লকের লীস নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা-সহ আশেপাশের কৃষিজমি।