1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
বদল হয়েছে পুজোর স্থানেও মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় একটি ছোট হলে এবার হবে মুখোপাধ্যায় পরিবারের পুজো। বাড়ির প্রবীণ সদস্যদের বাড়িতে থাকারই অনুরোধ করা হচ্ছে। অন্যান্য সদস্যদের সামাজিক দূরত্বের নিয়মগুলি মেনে ছোট গ্রুপে ভাগ হয়ে প্যান্ডেলটি দেখার অনুমতি দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বহিরাগত, ভোগ, প্রসাদ এবং ফুল এবার কঠোরভাবে নিষিদ্ধ। সকালে দুই ঘন্টা অঞ্জলি হবে, তবে ফুল ছাড়াই। সন্ধ্যা আরতি হবে মাত্র দুই ঘন্টা।
5/7
6/7
দেব মুখোপাধ্যায় ( যিনি সম্পর্কে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা, রানি মুখোপাধ্যায়ের কাকা) বলেন, ''আমরা প্রতি বছর গোটা দেশের কয়েক হাজার ভক্তদের জন্য উৎসবটির আয়োজন করি, তবে এবার উদযাপনটি ভার্চুয়াল হবে। এই কঠিন সময়ে আমাদের সাহায্য করার জন্য মা দুর্গার আশীর্বাদ চাই। আমরা আমাদের ভার্চুয়াল উদযাপনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পুজো পৌঁছে দিতে পারব। আমরা নির্দিষ্ট কিছু নিয়ম স্থির করেছি যা প্রতিটি সদস্যের জন্য বাধ্যতামূলক যারা প্যান্ডেলে আসবেন, তাঁদের এই নিয়মগুলি অনুসরণ করতে হবে। ''
7/7
photos