কোনও অস্ত্রোপচারই হয়নি, আশঙ্কাজনকও ছিলেন না কিম, জানাল দক্ষিণ কোরিয়া
টানা প্রায় তিন সপ্তাহ উধাও হয়ে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। জল্পনা ছিল ওই সময়ে তাঁক হার্ট অপারেশন হয়েছিল। সেই জল্পনা উড়িয়ে দিল দক্ষিণ কোরিয়া। সোলের তরফে জানানো হয়েছে কিম এর কোনও অপারেশন হয়নি।
অপারেশন হয়নি তো প্রায় তিন সপ্তাহ কোথায় লুকিয়ে ছিলেন কিম! শুক্রবারই তিনি প্রথমে জনসমক্ষে আসেন। এদিন সরকারের তরফে বলা হয়, একটি সার কারখানার পরিদর্শনে গিয়েছিলেন কিম।
উল্লেখ্য, কিমের কোনও খবর না আসায় হংকংয়ের একটি ওয়েবসাইটের তরফে বলা হচ্ছিল, মারা গিয়েছে কিম জং। কিংবা খুবই অসুস্থ।
তবে দক্ষিণ কোরিয়ার তরফে বরাবরই বলা হচ্ছিল, কিম সম্পর্কে জল্পনা একেবারেই ভিত্তিহীন। উত্তর কোরিয়ায় কোনও অস্বাভাবিক গতিবিধি দেখা যাচ্ছে না।
আসলে এই প্রথম জনসমক্ষ থেকে হারিয়ে গেলেন না কিম। ২০১৪ সালে একবার ৬ সপ্তাহ পরে জনসমক্ষে এসেছিলেন। একটি বৈদ্যুতিক গাড়িতে চেপে প্রচার মাধ্যমের সমনে এসেছিলেন উত্তর কোরিয়ার নেতা। শনিবারও সেরকমই একটি ভিডিয়ো প্রকাশ করেছে উত্তর কোরিয়া।