Child Care Leave: চাইল্ড কেয়ার লিভ নিয়ে বড় রায়! কতদিন করে সবেতন ছুটি পাবেন বাবা-মায়েরা?

Calcutta High Court order on Child Care Leave: এতদিন মায়েরা পেতেন, এবার বাবারাও পাবেন মা-দের সমান ছুটির সুবিধা।

Aug 12, 2024, 16:27 PM IST
1/6

চাইল্ড কেয়ার লিভ

Child Care Leave

অর্ণবাংশু নিয়োগী: চাইল্ড কেয়ার লিভ নিয়ে বড় নির্দেশ আদালতের। সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে। 

2/6

চাইল্ড কেয়ার লিভ

Child Care Leave

আর তাই ছুটির ক্ষেত্রে বাবাদের কোনওভাবে বঞ্চিত করা যাবে না। চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে মহিলাদের সমান পুরুষদের ছুটি দিতে পলিসি তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্টের। 

3/6

চাইল্ড কেয়ার লিভ

Child Care Leave

এক ব্যক্তির মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এতদিন মহিলারা চাইল্ড কেয়ার লিভ হিসেবে সারাজীবনে ৭৩০ দিন স্ববেতন ছুটি পেতেন। 

4/6

চাইল্ড কেয়ার লিভ

Child Care Leave

আর পুরুষরা পেতেন মাত্র ৩০ দিন। হাইকোর্টের এই রায়ের ফলে এবার পুরুষদের ক্ষেত্রেও মহিলাদের সমান ছুটি দিতে হবে রাজ্য সরকারকে। 

5/6

চাইল্ড কেয়ার লিভ

Child Care Leave

আগামী ৩ মাসের মধ্যে রাজ্যকে এই ব্যাপারে গাইড লাইন ফ্রেম করতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

6/6

চাইল্ড কেয়ার লিভ

Child Care Leave

প্রসঙ্গত, পুরুষদের সমানাধিকার দিতে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ২০১৮  সালে আইন বদল করে। কিন্তু এই রাজ্যে এখনও এই ক্ষেত্রে পুরুষরা বঞ্চিত বলে অভিযোগ করা হয় মামলায়।