কীভাবে গড়বেন সুস্থ সম্পর্ক পাঠক্রম আনছে বিশ্ববিদ্যালয়

Sep 16, 2018, 13:14 PM IST
1/6

কী করে হতে হবে সুশীলা গৃহবধূ। পাঠ্যক্রম চালু করছে মধ্যপ্রদেশের ভোপালের একটি বিশ্ববিদ্যালয়। বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে। কী করে এমন পাঠক্রম চালু হতে পারে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। 

2/6

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ৪ সেপ্টেম্বর ম্যারাথন বৈঠকের পর এই পাঠক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। মনস্তত্ব ও সমাজবিদ্যার অধ্যাপকরা একসঙ্গে এই পাঠক্রম তৈরি করবেন বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দাবি, এই পাঠক্রম লিঙ্গ নিরপেক্ষ ও সুস্থ সম্পর্ক গড়ে তোলার কৌশল শেখাতেই তা চালু করা হচ্ছে। এমনটাই দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডিসি গুপ্তা। 

3/6

তিনি বলেন, 'সমাজে যে ভাবে সম্পর্ক জনিত সমস্যা বাড়ছে, পরিবারের মধ্যে বিবাদ বাড়ছে, তা প্রতিরোধের পন্থা হিসাবে আমরা এই পাঠক্রম চালুর পরিকল্পনা করেছি। তবে নির্দিষ্ট কোনও লিঙ্গের জন্য এই পাঠক্রম নয়। নারী - পুরুষ নির্বিশেষে অংশগ্রহণ করতে পারেন এতে।'

4/6

তবে বিশ্ববিদ্যালয়ের এই যুক্তির সঙ্গে একমত হতে পারছেন না ছাত্ররাই। তাদের দাবি, সমাজসেবার বদলে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়নে নজর দেওয়া উচিত। 

5/6

তবে স্থানীয় বিজেপি নেতার দাবি, 'শিক্ষাবিদরা যদি মনে করেন এমন পাঠক্রমের প্রয়োজন রয়েছে তবে অবশ্যই তারা তা চালু করতে পারেন।'

6/6

বিজেপির সঙ্গে সহমত হলেও সেরাজ্যের বিরোধী দল কংগ্রেসের দাবি, এমন পাঠক্রম শিশুশ্রেণিতে চালু করা উচিত।