কয়েক হাজার স্টাফ নার্স নিয়োগ শুরু রাজ্যে

Jul 25, 2018, 17:15 PM IST
1/6

1

1

৪৯৭৬ জন স্টাফ নার্স নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। জুলাই মাসের প্রথম সপ্তাহেই এ কথা জানানো হয়। এবার তার আবেদনপত্র জমা নেওয়া শুরু হল।

2/6

2

2

জানা গিয়েছে, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভা বা সংরক্ষিত শূন্যপদে এই ৪৯৭৬ জন স্টাফ নার্সকে (গ্রেড ২) নিয়োগ করা হবে।

3/6

3

3

যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র, স্কুল, কলেজ থেকে নার্সিং-এর প্রশিক্ষণ, বেসিক নার্সিং-এ বিএসসি পাস বা পোস্ট বেসিক নার্সিং-এ বিএসসি পাস হওয়া চাই। এ ছাড়াও বাংলা বা নেপালি ভাষা (বা দু’টোই) বলতে ও লিখতে জানতে হবে।

4/6

4

4

আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০১৮-এ ১৮ বছর থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। তবে এ রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা এ ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

5/6

5

5

আবেদনের পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করুন http://www.wbhrb.in-এ। সরাসরি আবেদন করতে ক্লিক করুন: https://eadmission.net.in/recruitment/home/detail_view?id=17 অথবা https://eadmission.net.in/recruitment/home/register_new/17-এই লিঙ্কে গিয়ে।

6/6

6

6

আবেদনের জন্য এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নম্বর: ০০৫১-০০১০৪-০০২১৬-এ ২১০ টাকা জমা দিতে হবে। তবে রাজ্যের তপশিলি জাতি/উপজাতি প্রার্থীদের কোনও টাকা দিতে হবে না। আবেদন করার যাবে ৩০ জুলাই, ২০১৮-র রাত ৮টা পর্যন্ত।