Nusrat Jahan: পার্টিমুডে নতুন মা, বন্ধু Ushoshi ও Yash-র সঙ্গে 'মাদারহুড সেলিব্রেশন'

Sep 13, 2021, 21:31 PM IST
1/6

পার্টি মুডে

Party time

নিজস্ব প্রতিবেদন: মা হওয়ার কয়েকদিনের মধ্যেই কাজে ফিরেছেন নুসরত জাহান। এবার পার্টিমুডে ধরা দিলেন অভিনেতা। রবিবার রাতে প্রাক্তন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্তর সঙ্গে পার্টি করতে দেখা গেল নুসরতকে।     

2/6

সঙ্গে যশ

With Yash

পার্টিতে নুসরতের সঙ্গে ছিলেন যশ দাশগুপ্তও। সাদা শর্ট স্কার্ট ও কালো শোল্ডার অফ টপে নুসরতকে দেখা গেল পুরনো ছন্দে। 

3/6

উষসীর শুভেচ্ছা

Wishes

পার্টির সেই ছবি পোস্ট করে উষসী শুভেচ্ছা জানিয়েছেন নুসরতকে। উষসী লিখেছেন তিনি হলেন বাংলার পাওয়ার ওম্যান। 

4/6

কাজে ফেরা

Coming back

মা হওয়ার পর সম্প্রতি একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন নুসরত। সেখানেই তাঁকে ঘিরে সমস্ত বিতর্কের উত্তর দেন অভিনেতা। 

5/6

ট্রোলারদের জবাব

Message to Troller

নুসরতের ছেলে ঈশানের বাবা কে এই প্রশ্নেই সরগরম ছিল নেটদুনিয়া। তাঁর উত্তরে অভিনেতা বলেছেন, ''বাবা জানেন বাবা কে। কোন মহিলাকে এই প্রশ্ন করা মানে তাঁর দিকে কালি ছেটানো।'' 

6/6

টিকাকরণ

Vaccination

যশের সঙ্গেই সম্প্রতি তাঁকে দেখা যায় কলকাতা পুরসভায়। সেখানেই করোনার টিকা নেন তিনি।