মনোক্রোমে মজেছেন Nusrat-Yash, ছবির সঙ্গে ট্রোলারদের বার্তা যশরতের

Sep 05, 2021, 19:22 PM IST
1/6

সাদা কালো

Monochrome one

নিজস্ব প্রতিবেদন: ছেলে ঈশানের হাত ধরে যদিও নুসরতের জীবন এখন রঙিন। তাও অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজ দেখে বোঝাই যাচ্ছে সাদা কালো ছবিতে মজেছেন নুসরত জাহান। 

2/6

ট্রোলারদের বার্তা

Message to Troller

তবে শুধু নুসরত নয়, মনোক্রোমের প্রেমে পড়েছেন যশও। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আমি সবার পরামর্শ মেনে চলি। কিন্তু তারপর ভাবি তাঁরা আমার বিল মেটান না। 

3/6

মনোক্রোমের প্রেমে

'Monochrome 2'

সব ছবিই সাদা কালো ফিল্টার দিয়ে পোস্ট করছেন অভিনেত্রী। সেই ছবির কমেন্ট বক্সেও ধেয়ে আসছে ট্রোলারদের কটাক্ষ। 

4/6

মোহময়ী নুসরত

'Monochrome 3'

রবিবার ইনস্টাগ্রামে সেরকমই একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবি দেখে আবার অনেকে প্রশংসাও করেছেন নতুন মায়ের। 

5/6

নতুন মা

New mother

মা হওয়ার পর বাড়ি ফিরেই নিজের একটি ছবি পোস্ট করে নুসরত জানিয়েছিলেন নিজের নতুন পরিচয় নিয়ে তিনি কতটা গর্বিত। 

6/6

নিয়মভাঙা

Rule Breaker

ছকভাঙা সম্পর্কের জেরে বারবারই বিতর্কের মুখে পড়তে হয়েছে যশ দাশগুপ্তকে। এবার ট্রোলারদের উদ্দেশ্যে অভিনেতা লিখছেন, নিয়ম ভাঙার আগে আমি নিয়ম পড়ি।