ছবি: ইস্কনের রথের পথে আম্রপল্লব দিয়ে শুদ্ধিকরণের রীতি পালন নববধূ নুসরতের

Jul 04, 2019, 23:42 PM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার রীতিমতো বধূবেশে ইস্কনের উত্সবে সামিল হলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

2/8

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টান দেন রথের রশিতেও। 

3/8

নুসরতের সঙ্গে ছিলেন স্বামী নিখিল জৈনও। 

4/8

ইস্কনের রীতি মেনে আচার পালন করেন নুসরত। 

5/8

আম্রপল্লব দিয়ে চন্দনের জল ছেঁটান নুসরত। 

6/8

ইস্কনের রীতি মেনেই আম্রপল্লব দিয়ে চন্দনের জল ছেঁটানো রীতি। 

7/8

সদ্য নিখিল জৈনের সঙ্গে তুরস্কে সাত পাকে বাঁধা পড়েছেন টলি অভিনেত্রী। এদিন রথযাত্রায় গলায় মঙ্গলসূত্র, মাথায় সিঁদুর ও হাতে চূড়া পরে একেবারে নববধূর সাজে হাজির হন নুসরত। ​

8/8

এদিন নুসরত বলেন,''এই ধরনের ভিত্তিহীন বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনও তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মাথা খাটালে চলবে না''।