ভারতে বিশ্বের সবচেয়ে বড় ই-স্কুটার কারখানা গড়বে Ola, প্রচুর চাকরির সম্ভাবনা

Dec 14, 2020, 18:53 PM IST
1/5

খুব তাড়াতাড়ি ই-স্কুটার আনবে ওলা। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের জানুয়ারি মাসে বাজারে চলে আসবে ওলা ই-স্কুটার।

2/5

জানা গিয়েছে, ওলা ভারতের তালিমনাড়ুতে ই-স্কুটার কারখানা গড়বে। সেই কারখানায় ২৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থাটি।

3/5

ওলার পক্ষ থেকে ইতিমধ্যে তামিলনাড়ুর সরকারের সঙ্গেও আলোচনা সেরে ফেলা হয়েছে বলে জানা যাচ্ছে। ওলা জানিয়েছে, সেই কারখানায় ১০ হাজার কর্মসংস্থান হবে।  

4/5

ওলার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের সব থেকে বড় ই-স্কুটার কারখানা হবে এটি।

5/5

প্রতি বছর এই কারখানায় ২০ লাখ ই-স্কুটার উত্পাদন হবে। ২০২১ সালের মধ্যেই এই কারখানা তৈরি হয়ে যাবে বলে জানা যাচ্ছে।