সাতপাকে বাঁধা পড়ছেন ৩ ফেব্রুয়ারি, আইবুড়োভাত খেলেন ওম-মিমি

Jan 13, 2021, 13:00 PM IST
1/6

১ জানুয়ারি রেজিস্ট্রি সেরে ফেলেছেন। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই রেজিস্ট্রি সেরে ফেলেন ওম-মিমি। রেজিস্ট্রির পর এবার সাতপাকে বাঁধা পড়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন এই জুটি

2/6

জানা যাচ্ছে, আগামী ৩ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী মিমি দত্ত এবং ওম সাহানি।

3/6

অগ্নি সাক্ষী রেখে, সাতপাকে বাঁধা পড়ার আগে এবার আইবুড়োভাত খেলেন মিমি-ওম 

4/6

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আইবুড়োভাত খাওয়ার ছবি শেয়ার করেন এই জনপ্রিয় জুটি। ২০১১ সালে আলোর বাসা নামে একটি মেগায় কাজ করতে গিয়ে ওম সাহানির সঙ্গে পরিচয় হয় মিমির। ২০১১ সালে পরিচয়ের পর দীর্ঘদিন তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না 

5/6

এরপর ২০১৭ সালে ফের ওমের সঙ্গে মিমির দেখা হয়। দ্বিতীয়বার দেখার পর থেকেই তাঁদের ভাললাগা ক্রমশ ভালবাসয় পরিণত হতে শুরু করে 

6/6

ভাললাগা ভালবাসায় পরিণত হওয়ার পর সম্প্রতি রেজিস্ট্রি সেরে ফেলেন ওম-মিমি। রেজিস্ট্রি সারা হলেও, সামাজিক বিয়ে আর কয়েকদিন পরেই হবে বলেও জানান জনপ্রিয় জুটি