Omicron: কমেও ফের বাড়ছে সংক্রমণ, তীব্রহারে ফের ছড়াচ্ছে ওমিক্রন

Mar 16, 2022, 15:14 PM IST
1/6

ওমিক্রন

Omicron

করোনাভাইরাস কমেও কমছে না। ধীরে ধীরে সব স্বাভাবিক হলেও ফের মাথা চাড়া দিচ্ছে বিশ্বে অতিমারী সৃষ্টিকারী এই ভাইরাস৷ যা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করা হয়েছে।   

2/6

ওমিক্রন

Omicron

এই মুহূর্তে চিনে ফের করোনা প্রাদুর্ভাব তৈরি হয়েছে। ২ বছরের মধ্যে রেকর্ড আক্রান্ত হয়েছে সম্প্রতি। লকডাউনে গিয়েছে একাধিক প্রদেশ।

3/6

ওমিক্রন

Omicron

হু এর এপিডেমিওলজিস্ট মারিয়া ভ্যান খেরখোভ বলেন যেভাবে ফের চিনে বেড়েছে করোনা, তা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মহল। 

4/6

ওমিক্রন

Omicron

বর্তমানে ওমিক্রনই সবচেয়ে প্রভাবশালী স্ট্রেন এমনটাই বলা হয়েছে৷ সংক্রমণযোগ্য প্রকৃতির ফলে বিশ্বজুড়ে এর দাপট রয়েছে। নমুনার মধ্যে ৯৯.৯ শতাংশই ওমিক্রন পাওয়া যাচ্ছে।     

5/6

ওমিক্রন

Omicron

WHO-এর তথ্য অনুযায়ী, বিশ্বে সাপ্তাহিক কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেকটাই, প্রায় ৮ শতাংশ। জানুয়ারিতে সংখ্যা কমলেও ফের উর্ধ্বমুখী সংক্রমণ।    

6/6

ওমিক্রন

Omicron

বিশেষজ্ঞরা বলছেন, চিনে ক্রমবর্ধমান করোনা আক্রান্তের কারণে দেশের কঠোর 'জিরো কোভিড পলিসি' নতুন করে কাজে লাগাতে হচ্ছে। শিল্পনগরী সাংহাইয়ে আবারও আবাসিক এলাকা ও অফিস চত্বরে কড়া নিয়ম জারি করা হয়েছে।