পেঁয়াজ নেই, বিজ্ঞাপন দিয়ে জানাচ্ছে কলকাতার এই ঐতিহ্যবাহী রেস্তরাঁ

Dec 05, 2019, 17:45 PM IST
1/6

পেঁয়াজ নেই, কার্যত বিজ্ঞাপন দিয়েই জানানো হল সেই কথা। সম্প্রতি এমনই একটি বিজ্ঞাপন দিল কলকাতার এক বিখ্যাক রেস্তোরাঁ।  ছবি: প্রীতম দে

2/6

চপকাটলেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে উত্তর কলকাতা। আর ভোজনপ্রিয় বাঙালির অন্যতম গন্তব্য শোভাবাজার মোড়ের এই প্রসিদ্ধ দোকান। শতবর্ষ ধরে বাঙালি রসনা তৃপ্তিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এই দোকান। ছবি: প্রীতম দে

3/6

তবে দোকানের মালিকরা জানাচ্ছেন ১০০ বছরের ইতিহাসে আগে কখনও এমনটা হয়নি। বহু মানুষ এসেছেন, তাঁদের পাতে পড়েছে মন মতো চপ-কাটলেট, ফিস-ফ্রাইয় সঙ্গে শশা পেঁয়াজের পর্যাপ্ত সালাড। কম পড়েনি পেঁয়াজ।  ছবি: প্রীতম দে

4/6

এবার রীতিমতো বিজ্ঞাপন দিয়ে জানাতে হল পেঁয়াজ নেই রান্না ঘরে। পেঁয়াজের দামে কাঁদছে রেস্তোরাঁর মালিকরাও।  ছবি: প্রীতম দে

5/6

তাই এমন সময়ে তাঁদের বার্তা, পেঁয়াজ কম পড়লেও যেন নিজগুনে ক্ষমা করে দেওয়া হয় তাঁদের।  ছবি: প্রীতম দে

6/6

উল্লেখ্য আকাশ ছুঁয়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ নেই বিক্রেতাদের কাছে। আপাতত পেঁয়াজের ঝাজ নয়, দামের ঝাঁজেই কাদছেন ক্রেতা বিক্রেতা সকলে। ছবি: প্রীতম দে