৬ টাকায় মিলবে পেট ভর্তি ডাল-ভাত-তরকারি, শহরেই ঘুরবে অন্নপূর্ণা কা রসুই-এর মোবাইল ভ্যান

| Oct 22, 2019, 16:29 PM IST
1/5

লায়ন্স ক্লাবের সহযোগিতায়, পুরসভার উদ্যোগে ৬  টাকায় মিলবে পেট ভর্তি ভাত-ডাল-তরকারি। নাম অন্নপূর্ণা কা রসুই। মঙ্গলবার দুপুরে মেয়র ফিরহাদ হাকিম উদ্বোধন করেন এই মোবাইল ভ্যান। দেবারতি ঘোষ

2/5

গোটা শহর ঘুরবে এই গাড়ি। প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার মেনুতে থাকবে খিচুরি ও পাপড় ভাজা। আপাতত ছোট করেই শুরু হল এই উদ্য়োগ। সাফল্যের মুখ দেখলে ফের বাড়ানোর পরিকল্পনা করা হবে। দেবারতি ঘোষ

3/5

জানা গিয়েছে, এই মুহূর্তে পুরসভার কোনও আর্থিক সাহায্যের জায়গা নেই। শুধু পরিকাঠামো গত সাহায্য করা যাবে। দেবারতি ঘোষ

4/5

ইতিমধ্যেই আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে, বস্তিতে সেলফ হেল্প গ্রুপগুলিকে রুটি তৈরির মেশিন দেওয়া হবে, যেখান থেকে ১ টাকায় রুটি পাওয়া যাবে। দেবারতি ঘোষ

5/5

এদিন অভিনব কায়দায় এই মোবাইল ভ্যান এর উদ্বোধন করেন মেয়র। নিজে ৬ টাকা দিয়ে ভাত কিনে খেলেন। বললেন, "আমাদের দেওয়া খাবার কতটা ঠিক আছে সেটা আমি নিজেই পরখ করে নিলাম।" দেবারতি ঘোষ