তেলের আগুনে তোলপাড় ১০ রাজ্য, কোথায় কীভাবে মোদীকে ক্ষমতা দেখাল বিরোধীরা

Sep 10, 2018, 12:20 PM IST
1/7

s 7

s 7

জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ দেখাল বিরোধীরা। মুম্বই, দিল্লি, রায়পুর, জয়পুর, পটনা, ভারুচ, বিজয়ওয়াড়া, হায়দরাবাদ, ভুবনেশ্বরে তুমুল বিক্ষোভ দেখালেন বনধ সমথর্করা। বনধ হয়েছ কর্ণাটকের বিভিন্ন এলাকাতেও। এমনকী খোদ মোদীরা রাজ্যেও রাস্তায় নামলেন প্রতিবাদকারীরা।

2/7

s 6

s 6

মুম্বইয়ে জোর করে দোকানে তালা দিল এমএনএস। পুনেতে তারা একটি বাসও জ্বালিয়ে দেয়।

3/7

S 5

S 5

মুম্বইয়ে আন্ধেরি স্টেশনে সঞ্জয় নিরুপমের নেতৃত্ব রেল অবরোধ করে কংগ্রেস। তাদের সরিয়ে দেয় পুলিস।

4/7

S 4

S 4

বিশাখাপত্তনমে রেল লাইনে বসে পড়ে ট্রেন চলাচল রুখে দেয় বনধ্ সমর্থকরা।

5/7

S 3

S 3

ছত্তিশগঢ়ে কালো পোশাক পরে রাস্তায় নেমে জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদ করলেন বিক্ষাভকারীরা।

6/7

S 2

S 2

পটনার রাজেন্দ্র নগরে রেল অবরোধ করে, গাড়ি ভাঙচুর করে তোলপাড় করে বিক্ষোভ দেখাল জনঅধিকার পার্টির সমর্থকরা।

7/7

s 1

s 1

বিক্ষোভ হল গুজরাটের ভারুচে। খোদ মোদী রাজ্যে টায়ার জ্বালিয়ে জনজীবন অচল করে দিল বনধ সমর্থকরা।