জারি গেরুয়া সতর্কতা, 'গভীর' নিম্নচাপের জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা আগামী ২৪ ঘণ্টায়

Aug 04, 2020, 16:49 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : আগেই হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। এবার গেরুয়া সর্তকতা জারি করল আলিপুর আওয়া দফতর। আরও বাড়বে বৃষ্টির পরিমাণ।

2/5

আলিপুর আবহাওয়া দফতর স্পেশাল ওয়েদার বুলেটিন প্রকাশ করে জানিয়েছে,  উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় যেটা আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। 

3/5

এরফলেই দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতই আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে কলকাতা এবং সুন্দরবনের বহু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

4/5

সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত এখনও অবধি বৃষ্টি রেকর্ড হয়েছে আলিপুরে ১৭.২ মিলিমিটার ও দমদমে ৪৪.৫ মিলিমিটার।   

5/5

প্রবল বৃষ্টিতে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। দিঘায় জলোচ্ছ্বাস হচ্ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।