বাড়ছে শুধু ডিজিট, দেশে করোনা আক্রান্ত ২২,০০,০০০ ছাড়ালো

Aug 10, 2020, 12:05 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ফের দেশে করোনার রেকর্ড বৃদ্ধি। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজারেরও বেশি মানুষ। গোটা ভারতে এখন মোট করোনা আক্রান্ত এখন ২২ লক্ষ ছাড়িয়েছে।  

2/5

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০০৭ জন। দেশে এ পর্যন্ত করোনার বলি ৪৪ হাজার ৩৮৬। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লক্ষ ৩৫ হাজার ৭৪৩ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৩৪ হাজার ৯৪৫। সুস্থতার আগের দিনের থেকে কিছুটা বেড়ে ৬৯.৩৩ শতাংশ।

3/5

মহারাষ্ট্রে করোনা আক্রান্তর সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৩৩২। মোট প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৭৫৭ জন। কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫১ হাজার ৭১০ জন। ঠাকরে রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৮৬৫।

4/5

তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৯৬ হাজার ৯০১। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৩৮ হাজার ৬৩৮ জন। মোট প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৯২৭ জন। সক্রিয় করোনা আক্রান্ত এখন সে রাজ্যে ৫৩ হাজার ৩৩৬ জন।

5/5

তৃতীয় স্থানে অন্ধ্র প্রদেশ। সে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৮৬০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৩৮ হাজার ৭১২ জন। মোট প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩০৬ জন। এখন সে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৮৭ হাজার ১১২ জন।