স্বস্তির খবর! বয়স্কদের শরীরে করোনা রোধে সফল অক্সফোর্ডের টিকা

Nov 19, 2020, 17:40 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: অ্যাস্ট্রা জেনেকার সঙ্গে জোট বেঁধে তৈরি কোভিড ভ্যাক্সিন। যা বয়স্কদের শরীরে সংক্রমণের বিরুদ্ধে লড়তে সিদ্ধহস্ত, এমনটাই  দাবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। তাদের হাতে এসেছে সাম্প্রতিকালের সমীক্ষার তথ্য, যার ভিত্তিতে এই দাবি জানিয়েছে অক্সফোর্ড।   

2/5

বৃহস্পতিবার ‘দ্য ল্যানসেট’ মেডিক্যাল জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকি থাকছে বয়স্কদের। সেই শ্রেণির  প্রবীণদের টিকা দিয়ে দেখা গিয়েছে তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে এই টিকা।  

3/5

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী কয়েক সপ্তাহে ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ের ফলাফলের জন্য অপেক্ষা করছেন গবেষকরা। 

4/5

ওই ফলের উপরেই নির্ভর করবে উৎপাদনের অনুমতী। অন্যদিকে, ফাইজার ইনকর্পোরেটিভ ও মডার্না ইনকর্পোরেটিভ-এর তৈরি ভ্যাক্সিনও পৌঁছে দিয়েছে প্রায় শেষ লগ্নে।

5/5

ফাইজার ও মডার্না ভ্যাকসিন প্রায় ৯৫ % কার্যকর বলে দাবি জানিয়েছে সংস্থা।