ম্যাচ ফিক্সিংয়ের কাণ্ড অতীত! শ্রীসন্থের জীবনে আজ অন্যতম সেরা দিন

Sep 13, 2020, 18:48 PM IST
1/5

২০১৩ আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল। তার পর সাত বছর ধরে ক্রিকেট থেকে নির্বাসনে ছিলেন তিনি। এস শ্রীসন্থ এবার সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন।

2/5

আজ, ১৩ সেপ্টেম্বর থেকে শ্রীসন্থ নিষেধাজ্ঞা থেকে মুক্ত। শ্রীসন্থ জানিয়েছেন, আজ তাঁর জীবনে অন্যতম সেরা দিন। 

3/5

শ্রীসন্থ জানিয়েছেন, তাঁর মধ্যে এখনও পাঁচ-সাত বছর ক্রিকেট বাকি রয়েছে। আর তাই এবার বাইশ গজে ফিরে নিজেকে আবার আগের মতোই উজাড় করে দেবেন।

4/5

ভারতীয় দলের জার্সিতে ৫৩টি ওয়ানডে খেলে ৭৫টি উইকেট নিয়েছিলেন শ্রীসান্থ। আইপিএলে ৪৪ ম্যাচ খেলে ৪০ উইকেট শিকার করেছিলেন। কিন্তু ফিক্সিংয়ের নাম জড়ানায় গত সাত বছর ক্রিকেট থেকে অনেক দূরে তিনি।

5/5

ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীসন্থকে আজীবন নির্বাসনের শাস্তি দিয়েছিল। কিন্তু শ্রীসন্থ সেই শাস্তির বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন। এর পরই কেরল হাইকোর্ট শাস্তির মেয়াদ কমিয়ে সাত বছর করার নির্দেশ দেয়। কিন্তু এতদিন পর ফিরে এসে শ্রীসান্থ কি নিজেকে আবার মেলে ধরতে পারবেন!