Hilsa Price Drop: ডানার দাপটে পদ্মা থেকে ঝাঁক ঝাঁক ইলিশ ঢুকল গঙ্গায়, একধাক্কায় দাম নামল ৫০ টাকায়...

গল্প নয়, একেবারেই সত্যি। মুর্শিদাবাদে ইলিশের জোয়ার লেগেছে। ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ ঢুকছে ফারাক্কার কাছে। দাম শুনে অবাক হবেন যে কেউ। মত্‍স্যজীবী থেকে শুরু করে ক্রেতা সবার মুখেই চওড়া হাসি। 

Oct 24, 2024, 19:40 PM IST

Cyclone Dana Updates: গল্প নয়, একেবারেই সত্যি। মুর্শিদাবাদে ইলিশের জোয়ার লেগেছে। ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ ঢুকছে ফারাক্কার কাছে। দাম শুনে অবাক হবেন যে কেউ। মত্‍স্যজীবী থেকে শুরু করে ক্রেতা সবার মুখেই চওড়া হাসি। 

1/10

গঙ্গায় পদ্মার ইলিশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইলিশ মানেই তা বহুমূল্যের, এ সকলেরই জানা। কিন্তু এবার ৫০ থেকে ২০০ টাকায় বিকোচ্ছে পদ্মার ইলিশ, তাও আবার এপার বাংলাতেই।   

2/10

গঙ্গায় পদ্মার ইলিশ

সৌজন্যে ডানা। ঘূর্ণিঝড়ের দাপটেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ ঢুকে গেছে গঙ্গায়।   

3/10

গঙ্গায় পদ্মার ইলিশ

অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ে সমুদ্রের নোনা জল ছেড়ে ইলিশ পদ্মা, গঙ্গার মিষ্টি জলে ডিম ছাড়তে আসে।   

4/10

গঙ্গায় পদ্মার ইলিশ

শমসেরগঞ্জে নিমতিতার আগে গঙ্গা থেকে পদ্মা বেরিয়েছে। সেই বাঁকা পথ ধরেই ফরাক্কা বাঁধের কাছে ১০ কিলোমিটার এলাকা জুড়ে প্রতি বছর ইলিশের ঝাঁক আসে।   

5/10

গঙ্গায় পদ্মার ইলিশ

বুধবার ডানার দাপটে এই পথেই আসে ঝাঁকে ঝাঁকে ইলিশ।   

6/10

গঙ্গায় পদ্মার ইলিশ

ভোর থেকেই মৎস্যজীবীদের ভিড় দেখা যাচ্ছে নিমতিতা, ধুলিয়ান, হাজারপুর, অর্জুনপুর লাগোয়া মুর্শিদাবাদের সমস্ত ঘাটে ।   

7/10

গঙ্গায় পদ্মার ইলিশ

৬০-১০০ গ্রাম ওজনের ছোট ইলিশ মিলছে ৫০ টাকায়।   

8/10

গঙ্গায় পদ্মার ইলিশ

এমনকী ২০০ টাকার ইলিশও পাওয়া যাচ্ছে বাসুদেবপুর, ফরাক্কা ও শমসেরগঞ্জের পাইকারি বাজারে।   

9/10

গঙ্গায় পদ্মার ইলিশ

আর বড় সাইজের ইলিশের সর্বোচ্চ দাম ১০০০ টাকা।   

10/10

গঙ্গায় পদ্মার ইলিশ

এছাড়াও কোচবিহারের মানসাই নদীতে সোমবার ও মঙ্গলবার উঠেছিল ৪০ কেজি মাছ। পরে বুধবার উঠেছে আরও ১০ কেজি মাছ।