Hilsa Price Drop: ডানার দাপটে পদ্মা থেকে ঝাঁক ঝাঁক ইলিশ ঢুকল গঙ্গায়, একধাক্কায় দাম নামল ৫০ টাকায়...

Thu, 24 Oct 2024-7:40 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইলিশ মানেই তা বহুমূল্যের, এ সকলেরই জানা। কিন্তু এবার ৫০ থেকে ২০০ টাকায় বিকোচ্ছে পদ্মার ইলিশ, তাও আবার এপার বাংলাতেই। 

 

সৌজন্যে ডানা। ঘূর্ণিঝড়ের দাপটেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ ঢুকে গেছে গঙ্গায়। 

 

অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ে সমুদ্রের নোনা জল ছেড়ে ইলিশ পদ্মা, গঙ্গার মিষ্টি জলে ডিম ছাড়তে আসে। 

 

শমসেরগঞ্জে নিমতিতার আগে গঙ্গা থেকে পদ্মা বেরিয়েছে। সেই বাঁকা পথ ধরেই ফরাক্কা বাঁধের কাছে ১০ কিলোমিটার এলাকা জুড়ে প্রতি বছর ইলিশের ঝাঁক আসে। 

 

বুধবার ডানার দাপটে এই পথেই আসে ঝাঁকে ঝাঁকে ইলিশ। 

 

ভোর থেকেই মৎস্যজীবীদের ভিড় দেখা যাচ্ছে নিমতিতা, ধুলিয়ান, হাজারপুর, অর্জুনপুর লাগোয়া মুর্শিদাবাদের সমস্ত ঘাটে । 

 

৬০-১০০ গ্রাম ওজনের ছোট ইলিশ মিলছে ৫০ টাকায়। 

 

এমনকী ২০০ টাকার ইলিশও পাওয়া যাচ্ছে বাসুদেবপুর, ফরাক্কা ও শমসেরগঞ্জের পাইকারি বাজারে। 

 

আর বড় সাইজের ইলিশের সর্বোচ্চ দাম ১০০০ টাকা। 

 

এছাড়াও কোচবিহারের মানসাই নদীতে সোমবার ও মঙ্গলবার উঠেছিল ৪০ কেজি মাছ। পরে বুধবার উঠেছে আরও ১০ কেজি মাছ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link