রাষ্ট্রসঙ্ঘ মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার পর এবার পাকিস্তানের পালা। ইমরান খান সরকার জইশ প্রধানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেটাই ছিল দেখার।
2/5
S 4
অবশেষে মাসুদ আজহারের সব সম্পত্তি ফ্রিজ করার নির্দেশ দিল পাকিস্তান। পাশাপাশি তার যাতায়াতের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হল।
photos
TRENDING NOW
3/5
S 3
বুধবার এই মর্মে একটি নোটিস জারি করেছে পাক বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে আন্তর্জাতিক জঙ্গি বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেওয়া হবে।
4/5
S 2
মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণার চাপ বহুদিন ধরেই ছিল পাকিস্তানের ওপরে। পুলওয়ামা হামলার দায় জইশ নেওয়ার পরই তা আরও জোরাল হয়ে ওঠে।
5/5
s 1
আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় চিন। কিন্তু শেষপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের চাপে ঘাড় কাত করতে বাধ্য হয় বেইজিং। আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করা হয় মাসুদ আজহারকে।