তীব্র ভূমিকম্পে প্রবল ক্ষতি পাকিস্তানে, মৃত ৫, আহত ৫০-এরও বেশি

Sep 24, 2019, 18:53 PM IST
1/5

পাকিস্তানে ভূমিকম্প

পাকিস্তানে ভূমিকম্প

মঙ্গলবার দুপুরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, ও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। কম্পনের কেন্দ্রস্থল পাকিস্তান। পাকিস্তানে দুইটি টেকটনিক প্লেটের মাঝামাঝি অংশে তীব্র কম্পন অনুভূত হয়। এর ফলে পাকিস্তানে প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।  

2/5

পাকিস্তানে ভূমিকম্প

পাকিস্তানে ভূমিকম্প

ভারতে কম্পন অনুভূত হলেও সেভাবে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিন্তু দুটি টেকটনিক প্লেটের মাঝামাঝি অংশে থাকা পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বিশাল ফাটল দেখা গিয়েছে বড় রাস্তার মাঝ বরাবর। আর তার মধ্যেই ঢুকে গিয়েছে যাত্রীসহ আস্ত বাস। কোথাও প্রচন্ড কম্পনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাড়ি। একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০-এরও বেশি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে  মনে করা হচ্ছে। 

3/5

পাকিস্তানে ভূমিকম্প

পাকিস্তানে ভূমিকম্প

মঙ্গলবার বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান ও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। পাকিস্তানের ইসলামাবাদ, খাইবার পাথতুন অঞ্চলে এদিন ভয়ানক ভূমিকম্প অনুভূত হয়। 

4/5

পাকিস্তানে ভূমিকম্প

পাকিস্তানে ভূমিকম্প

এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থল রাওয়ালপিন্ডির কাছাকাছি একটি অঞ্চল। ভূ-কম্পের উত্সস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটারের মধ্যে। এর ফলে ভূমিকম্প আরও তীব্রভাবে অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.১। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-সহ একাধিক প্রধান শহরে তীব্র কম্পন অনুভূত হয়। 

5/5

পাকিস্তানে ভূমিকম্প

পাকিস্তানে ভূমিকম্প

এদিন ভূমিকম্পের পর থেকেই যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকার্যে নেমেছে পাক প্রশাসন। আহতদের উদ্ধার করে চিকিত্সার ব্যবস্থা করা হচ্ছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পাক সংবাদসংস্থা।