রেল চলাচল বন্ধ থাকবে দেড় মাস, দ্রুত মেরামতি কাজ চলছে পামবন ব্রিজের

Dec 08, 2018, 19:23 PM IST
1/9

মেরামতি পামবন ব্রিজের

Pamban_1

 তামিলনাড়ুর রামেশ্বরম থেকে মেনল্যান্ডের একমাত্র সংযোগসূত্র ঝুলন্ত পামবন রেলব্রিজ। 

2/9

মেরামতি পামবন ব্রিজের

Pamban_2

শতাব্দী-প্রাচীন এই ব্রিজ আপাতত বন্ধ। মঙ্গলবার বড়সড় ক্ষতি হয় এই ব্রিজের। 

3/9

মেরামতি পামবন ব্রিজের

Pamban_3

যুদ্ধকালীন পরিস্থিতিতে মেরামতি প্রয়োজন। তাই শুরু হয়েছে রেলব্রিজ সারাইয়ের কাজ।

4/9

মেরামতি পামবন ব্রিজের

Pamban_4

 দক্ষিণ রেল সূত্রে খবর, রামেশ্বরমগামী ট্রেনগুলি মান্দাপম দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 

5/9

মেরামতি পামবন ব্রিজের

Pamban_5

মান্দাপম থেকে রামেশ্বরগামী যাত্রীদের জন্য যাতায়াতের বিশেষ ব্যবস্থা করছে রেল। 

6/9

মেরামতি পামবন ব্রিজের

Pamban_6

দিনরাত কাজ চলছে ব্রিজের। মেরামতির কাজ শেষ হতে অন্তত দশদিন সময় লাগতে পারে। তারপর টেস্ট রান চলবে। ট্রেন চলার উপযুক্ত হলে তবেই শুরু হবে পরিষেবা। 

7/9

মেরামতি পামবন ব্রিজের

Pamban_7

নতুন করে রেল পরিষেবা শুরু হতে অন্তত ৪৫ দিন সময় লাগতে পারে বলে রেল সূত্রে খবর। মেরামতি শুরুর ঠিক পরেই একটি খালি গাড়ি ওই ব্রিজ দিয়ে চালিয়ে দেখা হয়। 

8/9

মেরামতি পামবন ব্রিজের

Pamban_8

ব্রিজের যে অংশ জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়, সেই অংশই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল ট্র্যাকের অনেকটা অংশও খারাপ হয়েছে। 

9/9

মেরামতি পামবন ব্রিজের

Pamban_9

অত্যন্ত পুরনো এই রেলব্রিজকে তাই আগের জায়গায় ফিরিয়ে আনতে দিনরাত এক করে কাজ করছেন ইঞ্জিনিয়াররা।