পাণ্ডিয়া-রাহুলের সঙ্গে এর পর কী হতে পারে, জানিয়ে দিলেন রাহুল দ্রাবিড়

| Jan 27, 2019, 12:57 PM IST
1/5

পাণ্ডিয়াদের পাশে রাহুল দ্রাবিড়

পাণ্ডিয়াদের পাশে রাহুল দ্রাবিড়

তিনি একটা সময় দুই জনকেই কোচিং করিয়েছেন। ফলে হার্দিক পাণ্ডিয়া ও কে এল রাহুলের সঙ্গে এর পর কী হতে পারে, তিনিই হয়তো সব থেকে ভাল বলতে পারবেন। কেরিয়ারের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন পাণ্ডিয়া-রাহুল। এবার তাঁদের পাশে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। 

2/5

পাণ্ডিয়াদের পাশে রাহুল দ্রাবিড়

পাণ্ডিয়াদের পাশে রাহুল দ্রাবিড়

পাণ্ডিয়া-রাহুলের ব্যাপারটা নেয় বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে, এমনটাই এর আগে জানিয়েছিলেন দ্রাবিড়। কফি উইথ করণ শো-তে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর থেকে দেশজুড়ে সমালোচনার ঝড়ে পড়তে হয়েছে পাণ্ডিয়াদের। বোর্ডের তরফ থেকে প্রথমে নির্বাসনে পাঠানো হলেও পরে তা তুলে নেওয়া হয়।

3/5

পাণ্ডিয়াদের পাশে রাহুল দ্রাবিড়

পাণ্ডিয়াদের পাশে রাহুল দ্রাবিড়

সামনেই বিশ্বকাপ। তার আগে সমালোচনায় বিদ্ধ পাণ্ডিয়ারা। পারিপার্শ্বিক পরিস্থিতি কি তাঁদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে? এর পর এই দুই জনের ভবিষ্যত্ কী হতে পারে? 

4/5

পাণ্ডিয়াদের পাশে রাহুল দ্রাবিড়

পাণ্ডিয়াদের পাশে রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড় বললেন, ''আমার মনে হয় না, ওই একটা সাক্ষাত্কার ওদের দুজনের কেরিয়ারে বিশাল কিছু প্রভাব ফেলবে! হতেই পারে, কাল এই দুজনই আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরল!''

5/5

পাণ্ডিয়াদের পাশে রাহুল দ্রাবিড়

পাণ্ডিয়াদের পাশে রাহুল দ্রাবিড়

দ্রাবিড় আরও বললেন, ''আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এই দুই জন এখনও কেরিয়ারে সেই সাফল্যগুলো পায়নি যেগুলো ওদের পাওয়া উচিত। ওদের মধ্যে সম্ভাবনা রয়েছে। হতে পারে, এই ঘটনাটাই ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিল! ওরা এই ভুলটা থেকে শিক্ষা নিয়ে নিজেদের একটা আলাদা উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করল। এটা করতে পারলে কিন্তু পাণ্ডিয়া ও রাহুল দুজনেই রোল মডেল হয়ে যাবে।''