মধ্যপ্রাচ্যে পাচারের ফন্দি ছিল, মালবাজারে উদ্ধার বিপুল টাকার প্যাঙ্গোলিনের চামড়া

Dec 12, 2021, 18:45 PM IST
1/6

ক্রেতা সেজে কুখ্যাত ২ পাচারকারীকে গ্রেফতার করল বনদফরের লাটাগুড়ি রেঞ্জ।

2/6

ধৃতরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে দাবি বনদফতরের। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্যাঙ্গোলিনের আঁশ এবং চামড়া। ধৃতদের দুজনের বাড়িই ডুয়ার্সের মাল বাজার এলাকায়। 

3/6

সম্প্রতি লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার শুভ্র শঙ্খ দত্তর কাছে গোপন সুত্রে খবর আসে প্যাঙ্গোলিনের চামড়া পাচার করা হবে। এরপর তিনি পাচারকারীদের কাছে ক্রেতা সেজে টোপ ১০ লক্ষ টাকায় চামড়াটি কিনে নেবার জন্য টোপ দেন। 

4/6

সেই টোপ গিলে শনিবার বিকেলে মালবাজার কূর্তি ব্রিজের কাছে চামড়াটি হস্তান্তর করতে এলে দুই পাচারকারীকে গ্রেফতার করে বনকর্মীরা। 

5/6

ঘটনায় লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার শুভ্র শঙ্খ দত্ত জানান এরা আন্তর্জাতিক পাচারকারী। এরা এই চামড়াটি মধ্যপ্রাচ্যের কোথাও পাচার করার ফন্দি করেছিল।

6/6

ওই খবরের ভিত্তিতেই ক্রেতা সেজে টোপ দিয়ে তাদের মাল বাজার কূর্তি ব্রিজের কাছ থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের আদালতে তোলা হয়েছে।