বিশ্ব খেতাব নম্বর ২০, পঙ্কজ আডবাণীর সাফল্যের ধারে-কাছে নেই দেশের কোনও অ্যাথলিট

| Nov 15, 2018, 19:32 PM IST
1/7

বিশ্ব খেতাব নম্বর ২০

1

বৃহস্পতিবার আইবিএসএফ বিলিয়ার্ডস খেতাব জিতলেন ভারতের পঙ্কজ আডবাণী। এই নিয়ে ২০তম বিশ্ব খেতাব হল তাঁর। 

2/7

বিশ্ব খেতাব নম্বর ২০

2

৩৩ বছরের পঙ্কজ এদিন ফাইনালে হারালেন মায়ানমারের নে থায় ও-কে। মায়ানমারের কোনও প্লেয়ার এই প্রথম কোনও বড় টুর্নামেন্টের ফাইনাল খেললেন।

3/7

বিশ্ব খেতাব নম্বর ২০

3

খেতাব জিতে পঙ্কজ বললেন, এই জয়টা আমার কাছে স্পেশাল। এই খেতাব জয় প্রমাণ করল, আমার মধ্যে এখনও খিদে অবশিষ্ট রয়েছে। পারফেক্ট টোয়েন্টি করতে পেরে দারুণ লাগছে।

4/7

বিশ্ব খেতাব নম্বর ২০

4

উইনিং শট খেলার পর আডবাণীর জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন বিপক্ষ খেলোয়াড় ও। 

5/7

বিশ্ব খেতাব নম্বর ২০

5

বিলিয়ার্ডসের শর্টার ফরম্যাটে টানা তিনবার বিশ্ব খেতাব নিজের দখলে রাখলেন পঙ্কজ। এবার তিনি আপ ফরম্যাটে খেলবেন। 

6/7

বিশ্ব খেতাব নম্বর ২০

6

২০ বারের বিশ্বাচ্যাম্পিয়ন! ইতিমধ্যে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নিরিখে আডবাণীর ধারে-কাছে কি কোনও ভারতীয় ক্রীড়াবিদ রয়েছেন?

7/7

বিশ্ব খেতাব নম্বর ২০

7

এত বড় সাফল্যের জন্য দেশের বিভিন্ন ক্রীড়ামহল থেকে আডবাণীর জন্য এল শুভেচ্ছাবার্তা।