বলিউডের এই সমস্ত তারকাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা আছে?

Apr 12, 2019, 11:42 AM IST
1/7

দিল্লির হংসরাজ কলেজ থেকে ইকনমিক্সে স্নাতক হন শাহরুখ খান। 

2/7

পরিণীতি চোপড়া ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফাইন্যান্স ও ইকোনমিক্স এই তিনটি বিষয়ে স্নাতক হন। শুধু তাই নয় স্কুল জীবনেও পরিণীতি চোপড়া পড়াশোনায় তুখোড় ছিলেন। দ্বাদশ (১২) শ্রেণীর পরীক্ষা তিনি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেন। পরিণীতি চোপড়া একজন প্রশিক্ষিত গায়িকা। তাঁর মিউজিক নিয়ে স্নাতক ডিগ্রিও রয়েছে।

3/7

আমিশা প্য়াটেল বস্টন ইউনিভার্সিটি থেকে বায়ো জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রির জন্য় পড়াশোনা শুরু করেন। তবে ২ বছর পড়াশোনার পর তিনি  টাফটস ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস থেকে ইকোনমিক্সে গোল্ড মেডেল পান। 

4/7

পতৌদি পরিবারে কন্যা সোহা আলি খানও ইংল্যান্ডে গিয়ে মডার্ন হিস্ট্রি  নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীকালে লন্ডন স্কুল অফ ইকনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আন্তার্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেন সোহা। স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 

5/7

দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতন হন অমিতাভ বচ্চন। 

6/7

ইংলিশে অনার্স করার পর ক্রিমিন্যাল সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন প্রীতি জিন্টা। 

7/7

জয় হিন্দ কলেজ থেকে ইকনমিক্সে স্নাতন হন জন আব্রাহাম। পরে MBA- করেন মুম্বই এডুকেশনাল ট্রাস্ট থেকে।