Hiya Dey: ‘পটলের বিয়ে হয়ে গেল?’ হিয়ার সিঁথিতে সিঁদুর দেখে হতবাক নেটপাড়া

Soumita Mukherjee Mon, 12 Dec 2022-3:16 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিক ‘পটল কুমার গানওয়ালা’। আর পটলের চরিত্রে ছোট্ট হিয়াকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল দর্শক।

 

ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও দর্শকের মণিকোঠায় এখনও রয়েছে ছোট্ট পঠলের স্মৃতি। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়ছে পর্দার পটল হিয়ার।

 

ছোট্ট পটল থেকে হিয়ার এখনকার লুক দেখে প্রায়শই চমকে ওঠে নেটপাড়া। তবে এবার একেবারে অবাক করে দিয়েছে সে।

 

পরনে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা দিয়ে হাজির হিয়া। কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন ‘পটলের বিয়ে হয়ে গেল?’

 

আসলে ছবিটি একটি শ্যুটিংয়ের। তাও বছর দুই আগের। বর্তমানে সপ্তম শ্রেনীতে পড়ে হিয়া। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত সে।

 

ভালো চরিত্র পেলে অবশ্য অভিনয়ে রাজি হিয়া। আগের বছর মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘নির্ভয়া’।

 

সবমিলিয়ে পর্দার পটলকে এখন চেনা দায়!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link