দুধ, পানীয় জল-সহ পতঞ্জলির ৫টি নয়া পণ্য

Sep 13, 2018, 16:58 PM IST
1/10

Pic1

যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদিক এবার বাজারে আনছে পাঁচটি নতুন পণ্য।

2/10

Pic2

এই পাঁচটি পণ্যের অন্যতম- দুধ, মিনারেল ওয়াটার এবং ফ্রজেন সবজি।

3/10

Pic3

রামদেব জানিয়েছেন, তার সংস্থার দুধ, অন্যান্য প্রতিষ্ঠিত সংস্থার তুলনায় ২ টাকা কম দামে বিক্রি হবে। পতঞ্জলির আরও দাবি, দুধ এবং দুগ্ধজাত পণ্যগুলি তারা টেট্রা প্যাকেও বিক্রি করবে।

4/10

Pic4

পতঞ্জলির ডেয়ারি পণ্যগুলির মধ্যে রয়েছে গরুর দুধ, দই, লস্যি এবং পনির।

5/10

Pic5

পতঞ্জলির ফ্রজেন সবজির সম্ভারে আপনি পাবেন- মটরশুঁটি, মিক্স ভেজ, সুইট কর্ন এবং আলু ভাজা।

6/10

Pic6

বর্তমানে পতঞ্জলি পশুখাদ্য, সৌর প্যানেল এবং দিব্য জলও বিক্রি করে।

7/10

Pic7

এই মুহূর্তে গরুর দুধের ঘি এবং গুঁড়ো দুধ বিক্রি করে পতঞ্জলি।

8/10

Pic8

সাম্প্রতিককালে বাণিজ্য বৃদ্ধির নিরিখে হরিদ্বার কেন্দ্রিক পতঞ্জলি দেশের অন্যতম প্রথম সারির সংস্থা।

9/10

Pic9

চলতি বছর জানুয়ারিতেই আমাজন ও ফ্লিপকার্ট-এর মতো অগ্রণী ই-কমার্স সাইটের সঙ্গে গাঁটছড়া বেঁধে অনলাইন দুনিয়ায় প্রবেশ ঘটেছে পতঞ্জলির।

10/10

Pic10

গ্রোফারস, সপক্লুজ, বিগ বাস্কেট, 1এমজি, পেটিএমমল এবং নেটমেডস-এর সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছে পতঞ্জলি।