ভয়াবহ ভূমিকম্পে তছনছ আলাস্কা, দেখুন ছবি

Dec 03, 2018, 19:13 PM IST
1/9

ভয়াবহ ভূমিকম্প

Alaska_1

ভূমিকম্পে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.০।

2/9

ভয়াবহ ভূমিকম্প

Alaska_2

ভূমিকম্পের উত্সস্থল ভূগর্ভের ৪০.৯ কিলোমিটার গভীরে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়।

3/9

ভয়াবহ ভূমিকম্প

Alaska_3

আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। 

4/9

ভয়াবহ ভূমিকম্প

Alaska_4

আলাস্কার এই এলাকায় প্রায় ৪ লক্ষ মানুষ বসবাস করেন।

5/9

ভয়াবহ ভূমিকম্প

Alaska_5

বিবিসি সূত্রে খবর, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ২৯ মিনিট (ভারতীয় সময় শুক্রবার রাত ১০টা ৫৯ মিনিট) প্রথম কম্পন অনুভূত হয়।

6/9

ভয়াবহ ভূমিকম্প

Alaska_6

আলাস্কার বিভিন্ন এলাকায় একাধিক ছোট ও মাঝারি মাপের বাড়ি এবং উড়ালপুলের ভেঙে পড়ে।

7/9

ভয়াবহ ভূমিকম্প

Alaska_7

আলাস্কার বেশ কিছু এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গিয়েছে

8/9

ভয়াবহ ভূমিকম্প

Alaska_8

আলাস্কার সমস্ত উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

9/9

ভয়াবহ ভূমিকম্প

Alaska_9

এক হাজারের বেশি আফটার শক হয়েছে বলে খবর।