Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় কালীবাড়িমুখি এই শহরও, বৃষ্টি উপেক্ষা করে মন্দিরে মন্দিরে মানুষের ভিড়

Sep 14, 2023, 14:20 PM IST
1/5

তারাপীঠের পাশাপাশি এই শহরের কালীবাড়ি গুলিতেও ভোর থেকেই শুরু হয়েছে কৌশিকী অমাবস্যার বিশেষ অর্চনা। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

2/5

টালিগঞ্জ করুণাময়ী কালী বাড়িতে সকালে স্নান এবং অঙ্গ মার্জনা করে মা করুণাময়ী কে সাজানো হয়েছে রাজ বেশে। মায়ের জন্য আজ ৫ রকম মাছ ও পোলাও ভোগের আয়োজন। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

3/5

সকালে মঙ্গলারতি ও বিশেষ আরতির পর মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আজ এখানে আগত সমস্ত দর্শনার্থী মায়ের বিশেষ ভোগ প্রসাদ পাবেন। বিকেলে শ্যামা সঙ্গীতের আয়োজন ও কালী কথার পাঠ রাখা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকে ছাতা মাথায় দর্শনার্থীদের দীর্ঘ লাইন। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

4/5

দিনটির পশ্চাতে যে পুরাণ কাহিনি রয়েছে, সেটাও বিষয়টি অনেকটা ব্যাখ্যা করে দেয়। একদিন দৈত্যপীড়িত দেবতারা কৈলাসে শিবের কাছে এসে তাঁদের উপর অসুরদের অত্যাচারের বিহিত চাইলেন। শিব তখন দেবতাদের রক্ষার মানসে দেবতাদের সামনেই পার্বতীকে ডেকে বলেন, 'কালিকা, তুমিই ওঁদের উদ্ধার করো।' দেবতার সামনে পার্বতীকে 'কালী' বলে ডাকায় দেবী ক্ষুব্ধ হলেন। রেগেও গেলেন। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

5/5

দেবী তাঁর গাত্রবর্ণ পরিবর্তনের লক্ষ্যে তখন মানস সরোবরের ধারে কঠিন তপস্যায় বসলেন। তপস্যাশেষে মানস সরোবরের জলে স্নান করলেন দেবী। স্নানের পরে তাঁর ত্বকের সব কালো-কোষ খসে গেল। পূর্ণিমাচাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন তিনি। তাঁর পরিত্যাগ করা কালো কোষগুলি থেকে অপূর্ব সুন্দরী কৃষ্ণবর্ণা এক দেবীর সৃষ্টি হল। সেই দেবীই কৌশিকী। যেদিন কালো দেহকোষ থেকে কৃষ্ণবর্ণা দেবীর সৃষ্টি, সেদিনটিই কৌশিকী অমাবস্যা। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল