বরফে ঢাকা সান্দাকফু থেকে লাচেন; কোথাও স্কি ফেস্ট, কোথাও স্রেফ তুষার উপভোগ
Jan 04, 2020, 20:52 PM IST
1/5
S 5
টানা তুষারপাতে সাদা দার্জিলিং, সান্দাকফু থেকে সিকিমের লাচেন। উত্তর পূর্ব সিকিমের বেশ কয়েকটি এলাকায় শুক্রবার থেকেই শুরু হয়েছে তুষারপাত। লাচেনে প্রায় পনেরো ইঞ্চি পুরু হয়ে গিয়েছে বরফ। বেশ কয়েকটি জায়গায় বন্ধ করা হয়েছে গাড়ি চলাচল।
2/5
S 4
সান্দাকফু বা টাইগার হিল-সব জায়গা এখন বরফে সাদা। পাহাড়ে যেখানে যেখানেই বরফ, সেখানেই পর্যটকদের ভিড়। কোথাও চলছে স্কি ফেস্ট। কোথাও সদ্য তুষার উপভোগ চলছে স্রেফ ছাতা মাথায়।
photos
TRENDING NOW
3/5
S 3
লাগাতার তুষারপাতে পুরোপুরি বরফের চাদরের নীচে উত্তরাখণ্ডের পিথোরাগড়। আর তার ওপরেই চলছে দেদার স্কিয়িং। চলছে স্কি কার্নিভাল। সবাই যে স্কি এক্সপার্ট তা নয়। অনেকে স্রেফ চেষ্টা চালাচ্ছেন। ঝুড়ো ঝুড়ো বরফে, ধপাধপ পড়তেও তো মজা তিনদিনের কার্নিভালে দেশের নানা প্রান্ত থেকে ভিড় করেছেন মানুষ।
4/5
S 2
হিমাচলের মান্ডিও এখন বরফে মোড়া। কয়েকদিন ধরেই চলছে অনবরত তুষারপাত। যেদিকেই চোখ, সেদিকেই সাদা আর সাদা।
5/5
s 1
সিমলায় শুরু হয়ে গিয়েছে তুষারপাত। কালো পিচের রাস্তায় পড়তে শুরু করেছে সাদার প্রলেপ। হোটেলের ঘর খালি। সব্বাই ছাতা হাতে রাস্তায়।