ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড় দিতে চলেছে কেন্দ্র!

Sep 24, 2019, 11:53 AM IST
1/6

s 6

s 6

শিল্পক্ষেত্রকে উত্সাহ দিতে গত সপ্তাহেই করপোর্ট ট্যাক্স কম করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন করতে চলেছে সরকার।

2/6

S 5

S 5

কেন্দ্রীয় সরকার গঠিত একটি টাস্ক ফোর্সের সুপারিশ মেনেই ওই ঘোষণা করা হতে পারে বলে জল্পনা সংবাদমাধ্যমে। আয়কর কমানোর সুপারিশ নিয়ে একটি খসড়া গত অগাস্ট মাসে জমা দিয়েছে ওই টাস্কফোর্স।

3/6

S 4

S 4

টাস্ক ফোর্সের ওই সুপারিশে বলা হয়েছে ব্যক্তিগতভাবে ৫-১০ লাখ টাকা আয়ের ক্ষেত্রে আয়কর ১০ শতাংশ করা হবে। বর্তমানে ওই হার ২০ শতাংশ।

4/6

S 3

S 3

বাত্সরিক ২০ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ আয়করের হার কমানের সুপারিশ দেওয়া হয়েছে।

5/6

S 2

S 2

ব্যক্তিগতভাবে বছরে ২ কোটির বেশি আয়ের ক্ষেত্রে ৩৫ শতাংশ আয়করের প্রস্তাব দেওয়া হয়েছে।

6/6

s 1

s 1

এছাড়াও করা হয়েছে সারচার্জ ও সেস কম করার সুপারিশ।