তাহির হুসেনের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে পেট্রোল বোমা ও পাথর।
4/6
অঙ্কিতের পড়শিরা অভিযোগ করেছিলেন,তাহিরের পাঁচতলা বাড়ির ছাদ থেকে পাথর, পেট্রোল বোমা ছোড়া হচ্ছিল। একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে লাঠি হাতে দেখা গিয়েছে তাহির হুসেনকে। তাঁর বাড়ির ছাদ থেকে পাথর ছুড়তেও দেখা গিয়েছে।
5/6
মঙ্গলবার জাফরাবাদে নালায় উদ্ধার হয় আইবি আধিকারিক অঙ্কিত শর্মার দেহ। তাঁকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। অঙ্কিতের বাবা রবীন্দ্র শর্মা নিজেও আইবি-কে কাজ করেন। তাঁর অভিযোগ, তাহির হুসেনের সমর্থকরা তাঁকে ছেলেকে হত্যা করেছে। মারধরের পর গুলি করা হয়েছে অঙ্কিতকে।
6/6
সংবাদসংস্থা এএনআই-কে রবীন্দ্র শর্মা বলেন,'' প্রায় ১৫-২০ জন তাহির হুসেনের বাড়ি থেকে বেরিয়ে অঙ্কিতকে টানতে টানতে নিয়ে যায়। তাহির সমাজ-বিরোধী। ওর বাড়ি থেকে পাথর, বোমা ছুড়ছিল দুষ্কৃতীরা।''