Petrol Price Hike: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন কলকাতার দর

Mar 23, 2022, 14:16 PM IST
1/5

বুধবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে তেলের দাম বাড়ার আশঙ্কা করা হয়েছিল। এবার সেটাই হল।

2/5

টানা ১৩৭ দিন পর গতকাল বেড়েছিল পেট্রোল-ডিজেলের দাম। আজ বুধবার ফের বাড়ল দাম।   

3/5

দিল্লিতে আজ পেট্রোলের দাম ৯৭.০১ টাকা ও ডিজেলের দাম লিটারপিছু ৮৮.২৭ টাকা।

4/5

মুম্বইয়ে এমনিতেই পেট্রোলের দাম বেশি থাকে। বুধবার সেখানে পেট্রোলের দাম বেড়ে হল ১১১.৬৭ টাকা। ডিজেলের দাম হল ৯৫.৮৫ টাকা প্রতি লিটার।

5/5

কলকাতায় আজ এক লিটার পেট্রোলের দাম পড়ছে ১০৬.৩৪ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৯১.৪২ টাকা।