লাগামহীন! ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Jan 18, 2019, 09:08 AM IST
1/5

S 5

S 5

পেট্রোল-ডিজেলের দাম কমার কোনও লক্ষণই নেই। শুক্রবার ফের বাড়ল জ্বালানির দাম। এদিন দিল্লিতে পেট্রোল বিক্রি হল ৭০.৫৫ টাকা ও ডিজেলের দাম গিয়ে দাঁড়াল লিটার প্রতি ৬৪.৯৭ টাকা। পেট্রোলে বাড়ল ৮ পয়সা ও ডিজেলে বাড়ল ১৯ পয়সা।

2/5

S 4

S 4

মুম্বইয়ে এমনিতেই জ্বালানির দাম বেশি থাকে। শুক্রবার বাণিজ্য নগরীতে পেট্রোলের দাম ৭ পয়সা বেড়ে হল ৭৬.১৮ টাকা প্রতি লিটার ও ডিজেলের দাম ২০ পয়সা বেড়ে হল ৬৮.০২ টাকা প্রতি লিটার।

3/5

S 3

S 3

বেশকিছু দিন ধরেই পেট্রোল ডিজেলের দাম কমছিল। তেলের আগুনে দামের আঁচ এসে পড়ছিল সরকারের ওপরে। বাধ্য হয়েই সরকার তেলের ওপর থেকে আড়াই টাকা শুল্ক কম করে। এরপরই তেলের দাম কম হতে থাকে। এর পর ফের বাড়ছে তেলের দাম।

4/5

S 2

S 2

বৃহস্পতিবার ১৪ পয়সা দাম বেড়েছিল পেট্রোলে। ডিজেলে বাড়ে ১৯ পয়সা। মুম্বইয়ে এদিন পেট্রোলের দাম হয় ৭৬.১১ টাকা প্রতি লিটার। অন্যদিকে ডিজেলের দাম হয় ৬৭.৮২ টাকা প্রতি লিটার।

5/5

s 1

s 1

পেট্রোল-ডিজেলের দাম কম করার রাস্তা হিসেবে জ্বালানি তেলে জিএসটি লাগু করার কথা উঠছে। তা না হওয়ায় এখন তেলের দাম দেশের বিভিন্ন অংশে নির্ভর করছে রাজ্য সরকারের চাপানো ভ্যাটের ওপরে। ওই শুল্ক কম করেছ কয়েকটি রাজ্য। তবে তাতেও তেলের দামে লাগাম টানা যাচ্ছে না।