জিএসটি-র আওতায় পেট্রোল-ডিজেল? ২৮% করের সঙ্গে যুক্ত হতে পারে ভ্যাট

Jun 20, 2018, 19:55 PM IST
1/7

petrol extra

 বর্ধিত মূল্যে রাশ টানতে পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনার দাবি উঠেছে। সেই দাবি সম্ভবত মানতে চলেছে কেন্দ্রীয় সরকার।

বর্ধিত মূল্যে রাশ টানতে পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনার দাবি উঠেছে। সেই দাবি সম্ভবত মানতে চলেছে কেন্দ্রীয় সরকার। সে জন্য তৈরি হয়েছে পূর্ণাঙ্গ রূপরেখাও।  

2/7

petrol diesel gst

বর্তমান ব্যবস্থায় পেট্রোল-ডিজেলের উপরে চাপে শুল্ক, কেন্দ্রীয় সরকারের লেভি, রাজ্য সরকারের ভ্যাট। ফলে জিএসটি-র আওতায় পেট্রো পণ্য আসলে ২০, ০০০ হাজার কোটি টাকা কম আয় হবে কেন্দ্রের।

বর্তমান ব্যবস্থায় পেট্রোল-ডিজেলের উপরে চাপে শুল্ক, কেন্দ্রীয় সরকারের লেভি, রাজ্য সরকারের ভ্যাট। ফলে জিএসটি-র আওতায় পেট্রো পণ্য আসলে ২০,০০০ হাজার কোটি টাকা কম আয় হবে কেন্দ্রের।  

3/7

petrol disel

গতবছরের ১ জুলাই দেশজুড়ে চালু হয়েছে পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা। সরকারি সূত্রে খবর, ২৮ শতাংশ জিএসটি কাঠামোয় আনা হতে পারে পেট্রোল ও ডিজেলকে। জিএসটির সঙ্গে চাপতে পারে ভ্যাট।

গতবছরের ১ জুলাই দেশজুড়ে চালু হয়েছে পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা। সরকারি সূত্রে খবর, ২৮ শতাংশ জিএসটি কাঠামোয় রাখা হতে পারে পেট্রোল ও ডিজেলকে। জিএসটির সঙ্গে চাপতে পারে ভ্যাট।   

4/7

gst pet

এক সরকারি আধিকারিকের কথায়, বিশ্বের কোনও দেশেই পেট্রো পণ্য পুরোপুরি জিএসটির আওতায় নেই। তবে পেট্রোল-ডিজেল জিএসটির আওতায় আনার সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রাজনীতি। এক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সহাবস্থান চ্যালেঞ্জিং।

এক সরকারি আধিকারিকের কথায়, বিশ্বের কোনও দেশেই পেট্রো পণ্য পুরোপুরি জিএসটির আওতায় নেই। তবে পেট্রোল-ডিজেল জিএসটির আওতায় আনার সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতিও। এক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সহাবস্থানে আসা অত্যন্ত জরুরি।

5/7

petrol exise

 বর্তমানে লিটারপিছু শুল্ক পেট্রোলে ১৯.৪৮ টাকা ও ডিজেলে ১৫.৩৩ টাকা। এরসঙ্গে যোগ হয় রাজ্যের ভ্যাট।

বর্তমানে লিটারপিছু শুল্ক পেট্রোলে ১৯.৪৮ টাকা ও ডিজেলে ১৫.৩৩ টাকা। এরসঙ্গে যোগ হয় রাজ্যের ভ্যাট। 

6/7

anda

আন্দামান-নিকোবরে দ্বীপপুঞ্জে বিক্রয় কর ৬ শতাংশ। মুম্বইয়ে পেট্রোলের উপরে বিক্রয় কর সবচেয়ে বেশি ৩৯.১২% এবং তেলেঙ্গানায় লেভি ২৬%। দিল্লিতে পেট্রোলের উপরে ভ্যাচ ২৭% এবং ডিজেলে ১৭.২৪% বিক্রয় কর দিতে হয়।

আন্দামান-নিকোবরে দ্বীপপুঞ্জে বিক্রয় কর সবচেয়ে কম। মাত্র ৬ শতাংশ। মুম্বইয়ে পেট্রোলের উপরে বিক্রয় কর সবচেয়ে বেশি ৩৯.১২%। তেলেঙ্গানায় লেভি দিতে হয় ২৬%। দিল্লিতে পেট্রোলের উপরে ভ্যাট ২৭% এবং ডিজেলে ১৭.২৪% বিক্রয় কর দিতে হয়।     

7/7

cost

মোট কর দিতে হয় পেট্রোলে ৪০-৫০ শতাংশ ও ডিজেলে ৩৫-৪০ শতাংশ। জিএসটির আওতায় পেট্রো পণ্য আসলে বড় লোকসানের মুখে পড়বে কেন্দ্র ও রাজ্য।

মোট কর দিতে হয় পেট্রোলে ৪০-৫০ শতাংশ ও ডিজেলে ৩৫-৪০ শতাংশ। জিএসটির আওতায় পেট্রো পণ্য আসলে বড় লোকসানের মুখে পড়বে কেন্দ্র ও রাজ্য।