এক মাসে পেট্রোলের দাম প্রতি লিটারে কমল ৭.২৯ টাকা

Nov 18, 2018, 14:52 PM IST
1/6

s 6

s 6

টানা ২৯ দিন ধরে কমছে পেট্রোলের দাম। রাজনৈতিক মহলে এনিয়ে উত্তাপ ছাড়লেও কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। গত এক মাসে পেট্রোলের দাম কমেছে লিটারে ৭ টাকা ২৯ পয়সা। ডিজেলে কমেছে ৩ টাকা ৮৯ পয়সা।

2/6

S 5

S 5

গত অগাস্ট মাসের ১৬ তারিখ থেকে অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত পেট্রোলের দাম বেড়েছিল ৬.৮৬ টাকা প্রতি লিটার। ডিজেলে বাড়ে লিটারে ৬.৭৩ টাকা। ১৭ অক্টোবর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে।

3/6

S 4

S 4

পেট্রোলের পাশাপাশি ডিজেলর দাম সেভাবে পড়ছে না। কারণ আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম পেট্রোলের থেকে অনেক কম হারে পড়ছে।

4/6

S 3

S 3

রবিবার কলকাতায় লিটারপিছু পেট্রোলের দাম ৭৮.৬৫ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে এই দাম ৮২.২৩ টাকা প্রতি লিটার।

5/6

S 2

S 2

অক্টোবরে পেট্রোলের দাম ৮৪ টাকা হয়ে যায় দিল্লিতে। মুম্বইয়ে সর্বোচ্চ দাম হয় ৯১.৩৪ টাকা লিটার।

6/6

s 1

s 1

তেলের উর্ধ্বমুখী দাম ও বিরোধীদের সমালোচনার চাপে অরুণ জেটলি তেলের ওপর থেকে ১.৫০ টাকা শুল্ক হ্রাস করার কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি তেল কোম্পনিগুলিকেও দাম কম করার কথা বলেন। তাতে কিছুটা স্বস্তি মেলে মানুষের।